৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল।তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটিতে আরও ৬টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্টসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নেপালের এই সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার, ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৮টা ৩৪ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার আফটার শক অনুভূত হয়।
এর মধ্যে প্রথম দুটি ভূমিকম্প হয়েছে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। আর তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে সকালের এই শক্তিশালী ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























