৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে। এর ফলে ২৮ মিলিয়ন মার্কিন শিশু টিকার আওতায় আসতে পারবে, যাদের অনেকেই ইতোমধ্যে স্কুলে ফিরেছে। খবর: রয়টার্স
গত মঙ্গলবার এফডিএ’র উপদেষ্টাদের একটি প্যানেল ফাইজার-বায়োএনটেক টিকা অনুমোদনের সুপারিশ করে ভোট দেওয়ার পরই এ সিদ্ধান্ত এসেছে।
এখন পর্যন্ত চীন, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ এই বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদন দিয়েছে।
অল্পবয়সীদের জন্য ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ অনুমোদন করেছে এফডিএ। যদিও ১২ বছর বা তার বেশি বয়সীদেরকে ৩০ গ্রাম ডোজের ফাইজারের টিকা দেওয়া হয়।
এফডিএ প্যানেলের উপদেষ্টারা বলেছেন যে, কম ডোজ শিশুদের হার্টের প্রদাহ বা মায়োকার্ডিটিসসহ কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া প্রশমিত করতে সাহায্য করতে পারে।
শুক্রবার এফডিএ জানায়, ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকার সুবিধা সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























