এসে গেছে দুর্গাপূজা। বাংলাদেশের শহর থেকে গ্রামে পড়ে গেছে সাজ সাজ রব। ধর্ম যার যার উৎসব সবার- এই মহান সত্য হৃদয়ে ধারণ করে বাঙালি মেতে উঠবে শারদীয়া দুর্গোৎসবে। পূজায় যেহেতু ঘুরতে বের হতে হবে, তাই ফ্যাশনটাও হতে হবে জমজমাট। আজকাল পাউট করে ছবি তোলাটা খুবই জনপ্রিয় ফ্যাশন। আর পাউট করার জন্য চাই সুন্দর ঠোঁট। টুকটুকে সুন্দর গোলাপি ঠোঁট কে না পেতে চায়! কিন্তু লিপস্টিক বা কোনও রকম প্রসাধনী ছাড়াই পেতে পারেন স্বাভাবিক সুন্দর গোলাপি ঠোঁট! জেনে নিন উপায়।
১. প্রতিদিন ঠোঁটে হালকা চিনি দিয়ে হালকা করে স্ক্রাবিং করার চেষ্টা করুন। এতে ঠোঁট সতেজ থাকে।
২. পরিষ্কার টুথব্রাশ দিয়েও হালকা করে ঠোঁটে স্ক্রাব করতে পারেন। এতেও ঠোঁটে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। ফলে ঠোঁট হয়ে উঠবে গোলাপি, আকর্ষণীয়।
৩. এক চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়া মিশিয়ে ঠোঁটে মিনিট দশেক মাখিয়ে রাখুন। তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এরপর পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন।
৪. ঠোঁটকে সতেজ, আকর্ষণীয় করে তুলতে নিয়মিত সিরাম ব্যবহার করুন। ঠোঁটের জন্য সিরাম হিসাবে নারিকেল তেল, আমন্ডের তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। উপকৃত হবেন।
৫. এক চামচ মধুর সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ওই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে আলতো করে মালিশ করুন। কিছুক্ষণ ‘ক্লক ওয়াইজ’, তার পর আবার কিছুক্ষণ ক্লক ওয়াইজ স্ক্রাব করুন। এই ভাবে কিছুক্ষণ স্ক্রাবিংয়ের পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঠোঁট হয়ে উঠবে গোলাপি, নরম এবং আকর্ষণীয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























