বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ থাকতে যেসব কারণে পান করবেন আদা চা?

সর্দি কাশি হলে মোক্ষম ওষুধ হল আদা। ঠাণ্ডা লাগলে আমরা অনেকেই আদা দিয়ে চা পান করে থাকি। এমনকি গলার সংক্রমণ হলেও চিকিৎসকরা আদার চায়ের পরামর্শ দেন। কিন্তু শুধুই কি সর্দি কাশির ক্ষেত্রে সহায়ক আদার চা? জানুন এর আরও উপকারিতা-

উচ্চ রক্তচাপে থাকে হৃদরোগে সংক্রমণ হওয়ার ঝুঁকি। নিয়মিত আদার চা পান করলে কম থাকবে আপনার ব্লাড প্রেশার এবং সুস্থ থাকতে আপনার হার্ট।

গ্যাস অম্বলের সমস্যা, বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আদা। এর জন্য আদা দিয়ে চা পান করতে পারেন কিংবা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন।

ক্লান্তি, আলস্য অনুভব করেন? এর জন্যও খেতে পারেন আদা দিয়ে চা। ওজন কমাতেও সহায়ক আদার চা। পেটের মেদ কমাতে নিয়মিত পান করুন আদার চা।

একটুতেই রোগে আক্রান্ত হন? এর অর্থ আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম। এর জন্যও পান করতে পারেন আদার চা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা। সুতরাং ত্বকের বার্ধক্য থেকে শুরু করে ক্যান্সারের কোষকে প্রতিরোধ করতে সক্ষম আদার চা।

নিয়মিত মাইগ্রেনের সমস্যা ভুগছেন বা মাঝে মাঝেই মাথার যন্ত্রণা হয়? এর উপযুক্ত ওষুধ হল এই আদার চা। এক কাপ আদার চা খেলে আপনার এইমাইগ্রেনের সমস্যাএ সমাধান মিলতে শুরু হবে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুস্থ থাকতে যেসব কারণে পান করবেন আদা চা?

প্রকাশিত সময় : ০৮:৪৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

সর্দি কাশি হলে মোক্ষম ওষুধ হল আদা। ঠাণ্ডা লাগলে আমরা অনেকেই আদা দিয়ে চা পান করে থাকি। এমনকি গলার সংক্রমণ হলেও চিকিৎসকরা আদার চায়ের পরামর্শ দেন। কিন্তু শুধুই কি সর্দি কাশির ক্ষেত্রে সহায়ক আদার চা? জানুন এর আরও উপকারিতা-

উচ্চ রক্তচাপে থাকে হৃদরোগে সংক্রমণ হওয়ার ঝুঁকি। নিয়মিত আদার চা পান করলে কম থাকবে আপনার ব্লাড প্রেশার এবং সুস্থ থাকতে আপনার হার্ট।

গ্যাস অম্বলের সমস্যা, বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আদা। এর জন্য আদা দিয়ে চা পান করতে পারেন কিংবা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন।

ক্লান্তি, আলস্য অনুভব করেন? এর জন্যও খেতে পারেন আদা দিয়ে চা। ওজন কমাতেও সহায়ক আদার চা। পেটের মেদ কমাতে নিয়মিত পান করুন আদার চা।

একটুতেই রোগে আক্রান্ত হন? এর অর্থ আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম। এর জন্যও পান করতে পারেন আদার চা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা। সুতরাং ত্বকের বার্ধক্য থেকে শুরু করে ক্যান্সারের কোষকে প্রতিরোধ করতে সক্ষম আদার চা।

নিয়মিত মাইগ্রেনের সমস্যা ভুগছেন বা মাঝে মাঝেই মাথার যন্ত্রণা হয়? এর উপযুক্ত ওষুধ হল এই আদার চা। এক কাপ আদার চা খেলে আপনার এইমাইগ্রেনের সমস্যাএ সমাধান মিলতে শুরু হবে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন