ডা. জাহেদ পারভেজ
মুখের ব্রণ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। যে কোনো উৎসব বা অনুষ্ঠানের আগে ত্বকে ব্রণ হলে সৌন্দর্য অনেকখানি ফিকে হয়ে যায়। এমন ক্ষেত্রে কীভাবে রাতারাতি ব্রণ দূর করা যায়, তা নিয়ে অনেকেই ইন্টারনেটে বসে যান গবেষণায়। কেউ আবার ধৈর্য না ধরে ফাটিয়ে ফেলেন ব্রণ। এতে আক্রান্ত স্থান আরও ফুলে যায়। ব্রণ ফাটানোর পর রক্ত বেরিয়ে কিছুদিন পর ফোলাভাব কমলেও মুখে দাগ বসে যায়।
যা করবেন : এ ক্ষেত্রে বেনজয়েল পারোক্সাইড, সালফার, টি-ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিডের ওপর ভরসা রাখতে পারেন। যারা ব্রণের সমস্যায় ভোগেন, তারা এগুলোর মধ্যে কোনো একটি ঘরে রাখতে পারেন। টি-ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিড আছে- এমন কোনো ক্রিম ব্রণে সারারাত লাগিয়ে রাখলে পরের দিন ব্রণ অনেকটাই ঠিক হয়ে যায়। রাতারাতি ব্রণ কমাতে প্রথমে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাতলা কাপড়ে বরফ মুড়ে ব্রণের ওপর সেক দিন। এতে ব্রণের ফোলাভাব কমে যাবে। তারপর টি-ট্রি অয়েল, স্যালিসিলিক অ্যাসিড বা বেনজয়েল পারোক্সাইড আঙুলে ঠিক ব্রণের ওপর লাগিয়ে নিন। এভাবে সারারাত রাখলেই ব্রণ কমে যাবে। এ ছাড়া কয়েকটি ঘরোয়া টোটকার সাহায্যেও ব্রণ রাতারাতি দূর করতে পারবেন।
সাবধনতা : রাত জাগা যাবে না। চা-কফি ছোঁবেন না। বেশি রোদ এড়িয়ে চলুন। ধুলোবালি লাগাবেন না। নখ দিয়ে ব্রণে খোঁচানো যাবে না। ক্ষারযুক্ত সাবান মুখে লাগাবেন না। তোয়ালে, চিরুনি আলাদা ব্যবহার করবেন। মোছার সময় আলতো করে চাপ দিয়ে মুখ মুছবেন। প্রয়োজনে ত্বকের চিকিৎসকের আরও পরামর্শ নিয়ে চলতে পারেন। আপনার সুস্বাস্থ্য, বিশেষ করে ত্বক, চুল আরও সুন্দর থাকুক- এ প্রত্যাশা করি।
লেখক : সহকারী অধ্যাপক
চর্ম, অ্যালার্জি ও যৌনরোগ বিভাগ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
চেম্বার : ডা.জাহেদ’স হেয়ার অ্যান্ড স্কিনিক
সাবামুন টাওয়ার (ষষ্ঠতলা), পান্থপথ মোড়, ঢাকা। ০১৫৬৭৮৪৫৪১৯; ০১৭৩০৭১৬০৬০

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























