1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

ব্রাজিলের হারের কারণ জানালেন ক্যাসেমিরো

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫৫ পঠিত

প্রধান তারকা ফুটবলার নেইমার ও সিলভাকে ছাড়া মাঠে নেমেই হারের বৃত্তে আটকে ছিল ব্রাজিল। এদিন ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেস সম্ভাবনাময়ী পাঁচ তরুণকে আন্তর্জাতিক অভিষেক করিয়েছেন। অভিজ্ঞতার অভাব ও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সের প্রভাব হয়তো ম্যাচেও পড়েছে। ফলে কাতার বিশ্বকাপ থেকে উড়তে থাকা মরক্কোর বিপক্ষে তারা ২-১ গোলে হেরে যায়। সেই হারের কারণ ব্যাখ্যা করেছেন সেলেসাও অধিনায়ক ক্যাসেমিরো। সর্বশেষ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, মরক্কো ছিল সেই মঞ্চের সবচেয়ে বড় বিস্ময়ের নাম। আফ্রিকান দেশ হিসেবে প্রথমবারের মতো তারা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে। শুধু তাই নয়, সেমিফাইনালের যাত্রাপথে তারা বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দেশকে হারিয়েছে। ফলে দুর্দান্ত কনফিডেন্স নিয়েই এদিন ব্রাজিলের বিপক্ষে নামে মরক্কো। তবে প্রীতি ম্যাচ হলেও ম্যাচের লড়াই ছিল বেশ অপ্রীতিকর। বল দখলের লড়াইয়ে ম্যাচের মাঝপথেই বারবারই তর্ক ও বিবাদে জড়িয়েছে দু’দল। প্রথমে পিছিয়ে পড়ার পর ৬৭ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ক্যাসেমিরো সেই সান্ত্বনার গোলটি করেন। এরপর আবদেলহামিদ সাবিরির গোল স্মরণীয় এক জয় পায় মরক্কো। মরক্কোর পারফরম্যান্স নিয়ে প্রশংসাবাণী ঝরেছে ক্যাসেমিরোর কণ্ঠে, ‘আমরা অসাধারণ একটি দলের বিপক্ষে খেলেছি। যারা নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানে এবং তাদের কোচও লম্বা সময় ধরেই দায়িত্বে আছে। আর তাদের খেলোয়াড়রাও লম্বা সময় ধরে শীর্ষ স্তরের ফুটবল খেলে আসছে।’ তবে ম্যাচে বারবার বিবাদের কারণে রেফারির সিদ্ধান্তও সঠিক ছিল না বলে মনে করছেন ব্রাজিল অধিনায়ক। তার মতে, ‘সবার প্রতি সম্মান রেখেই বলছি, যদিও ব্রাজিল কখনও এ বিষয়ে অভিযোগ করে না। এরপরও সবচেয়ে বড় সমস্যার কথা বললে, সেটি ছিল রেফারি।’ তার সতীর্থ রদ্রিগোও একই কথা বলছেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে এই ম্যাচে রেফারিং খুব ঝামেলাপূর্ণ ছিল। তিনি ম্যাচের গতি নষ্ট করেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা নিজেদের দায়ও নিচ্ছি।’ এদিকে, ম্যাচ হারলেও দল নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছেন ক্যাসেমিরো, ‘আমরা নতুন কোচ এবং খেলোয়াড়দের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন আপনাকে অবশ্য জয়ের চিন্তাই করতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD