ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন আজ ৭ ফেব্রুয়ারি। ভালোবাসার সপ্তাহ শুরু রোজ ডে দিয়ে। দিনটি ভালোবাসার চিরন্তন প্রতীক গোলাপের জন্য উৎসর্গীকৃত একটি দিন। এই দিনে ভালোবাসার মানুষেরা তাদের অনুভূতি প্রকাশ করার জন্য পরস্পরের সঙ্গে গোলাপ বিনিময় করে।
গোলাপ ভিন্ন ভিন্ন রঙের হয় আর এই ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করে। লাল রং যেমন ভালোবাসার প্রতীক তেমনি কাউকে ভালোবাসলে তাকে লাল গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। হলুদ রংকে বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করা হয়। তাই হলুদ গোলাপ উপহার দিয়ে আপনি আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন। একই সময়ে, সাদা রং শান্তির প্রতীক। অর্থাৎ, আপনি যদি কারও সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাকে সাদা গোলাপ উপহার দিতে পারেন।
গোলাপ ভালোবাসা, প্রেমের প্রতীক। তাই এই বিশেষ ফুলকে ঘিরে রয়েছে অনেক আবেগ। গোলাপ এমনই একটি অসাধারণ ফুল, যা একজন ব্যক্তির জীবনে অভ্যন্তরীণ প্রশান্তি ও সুখ এনে দিতে পারে। তাই ভ্যালেন্টাইন্স ডের প্রথম দিন রোজ ডে হিসেবেই পালিত হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























