বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

একেক ঋতুতে একেকভাবে ত্বকের যত্ন নিতে হয়। শরতে ত্বকের যত্নে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন মোনালিসা মেহরিন

আবহাওয়ার পরিবর্তনে ত্বকের স্বাভাবিক অবস্থায় বদল আসে। শরত্কাল শীত ও গরমের মাঝামাঝি সময়। শরতের শেষের দিকে শীত শীত ভাব আসতে শুরু করে। এসময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিতে পারে।

এ জন্য এখন থেকে কিছু বিষয়ে ত্বকের আগাম খেয়াল রাখা উচিত। তাহলে ত্বক থাকবে সুরক্ষিত।প্রতিদিন ত্বক পরিষ্কার

অপরিষ্কার ত্বক সব ঋতুতেই হতে পারে বিপদের কারণ। এ জন্য প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করা উচিত।

ধুলা-ময়লা, ঘাম জমে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। এটা থেকে চর্মরোগসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। এ জন্য সাবান দিয়ে গোসল করুন। গোসলের পানিতে গোলাপজল, স্যাভলন বা ডেটল মিশিয়ে নিতে পারেন।
এর পাশাপাশি দুই বেলা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। নরম তোয়ালে দিয়ে ত্বক মুছতে হবে। সপ্তাহে দুই দিন ত্বকে পাকা পেঁপে, মুলতানি মাটি ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন। 

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

নিয়মিত ময়েশ্চারাইজার

ত্বক পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ সময় শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকে আর্দ্রতা কমে যায়।

বাড়তি আর্দ্রতার জোগান দিতে সকাল-বিকাল ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। খাদ্যতালিকায় পানিজাতীয় ফলমূল; যেমন—আনারস, কমলা, মাল্টা, লেবু এবং শাক-সবজি; যেমন—পালক, পুই, লাউ, কুমড়া রাখতে পারেন। এতে ত্বক আর্দ্র থাকবে। এক টেবিল চামচ নারকেল তেল ও সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র ও উজ্জ্বল হবে। 

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

ঠোঁটেও নজর দিন

শীতের আগের ঋতু শরত্। তাই আগাম শীতের কিছুটা শরতেও টের পাওয়া যায়। বিশেষ করে শরতের সকাল ও সন্ধ্যায় ঠোঁটে চিড় ধরতে পারে। তাই এখন থেকেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ লিপবাম ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট ফাটা ও খসখসে হওয়া থেকে সুরক্ষা পাওয়া যাবে।

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

শরত্ উপযোগী পোশাক

এ সময় ত্বকের সুরক্ষায় আরামদায়ক কাপড়ের পোশাক পরতে হবে। মোটা ও খসখসে কাপড়ে ত্বকে জ্বালাপোড়া ও র্যাশ হতে দেখা যায়। এখন ঋতু উপযোগী বিশেষ নকশা, রং ও আরামদায়ক কাপড়ের পোশাক নিয়ে আসে ফ্যাশন হাউসগুলো। শরত্ উপলক্ষেও পেয়ে যাবেন এমন পোশাক। শরতে এমন পোশাকে ত্বক সুরক্ষার সঙ্গে সঙ্গে ট্রেন্ডি ফ্যাশনের ছোঁয়া পাবেন।

ভিটামিন-সি

ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান ভিটামিন-সি। ত্বকের বিভিন্ন চর্মরোগ থেকে সুরক্ষা দিতে কাজ করে ভিটামিন-সি। এ ছাড়া তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এ সময় ভিটামিন-সি আপনাকে চাঙ্গা রাখবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন-সি জাতীয় ফলমূল ও শাক-সবজি রাখার চেষ্টা করুন। এটি শীত মোকাবেলায় আগাম প্রস্তুতিতেও আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

প্রকাশিত সময় : ১২:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
একেক ঋতুতে একেকভাবে ত্বকের যত্ন নিতে হয়। শরতে ত্বকের যত্নে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন মোনালিসা মেহরিন

আবহাওয়ার পরিবর্তনে ত্বকের স্বাভাবিক অবস্থায় বদল আসে। শরত্কাল শীত ও গরমের মাঝামাঝি সময়। শরতের শেষের দিকে শীত শীত ভাব আসতে শুরু করে। এসময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিতে পারে।

এ জন্য এখন থেকে কিছু বিষয়ে ত্বকের আগাম খেয়াল রাখা উচিত। তাহলে ত্বক থাকবে সুরক্ষিত।প্রতিদিন ত্বক পরিষ্কার

অপরিষ্কার ত্বক সব ঋতুতেই হতে পারে বিপদের কারণ। এ জন্য প্রতিদিন নিয়ম করে ত্বক পরিষ্কার করা উচিত।

ধুলা-ময়লা, ঘাম জমে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। এটা থেকে চর্মরোগসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। এ জন্য সাবান দিয়ে গোসল করুন। গোসলের পানিতে গোলাপজল, স্যাভলন বা ডেটল মিশিয়ে নিতে পারেন।
এর পাশাপাশি দুই বেলা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। নরম তোয়ালে দিয়ে ত্বক মুছতে হবে। সপ্তাহে দুই দিন ত্বকে পাকা পেঁপে, মুলতানি মাটি ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন। 

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

নিয়মিত ময়েশ্চারাইজার

ত্বক পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ সময় শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকে আর্দ্রতা কমে যায়।

বাড়তি আর্দ্রতার জোগান দিতে সকাল-বিকাল ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। খাদ্যতালিকায় পানিজাতীয় ফলমূল; যেমন—আনারস, কমলা, মাল্টা, লেবু এবং শাক-সবজি; যেমন—পালক, পুই, লাউ, কুমড়া রাখতে পারেন। এতে ত্বক আর্দ্র থাকবে। এক টেবিল চামচ নারকেল তেল ও সামান্য হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র ও উজ্জ্বল হবে। 

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

ঠোঁটেও নজর দিন

শীতের আগের ঋতু শরত্। তাই আগাম শীতের কিছুটা শরতেও টের পাওয়া যায়। বিশেষ করে শরতের সকাল ও সন্ধ্যায় ঠোঁটে চিড় ধরতে পারে। তাই এখন থেকেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ লিপবাম ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট ফাটা ও খসখসে হওয়া থেকে সুরক্ষা পাওয়া যাবে।

শরতের আর্দ্রতায় ত্বকের খেয়াল

শরত্ উপযোগী পোশাক

এ সময় ত্বকের সুরক্ষায় আরামদায়ক কাপড়ের পোশাক পরতে হবে। মোটা ও খসখসে কাপড়ে ত্বকে জ্বালাপোড়া ও র্যাশ হতে দেখা যায়। এখন ঋতু উপযোগী বিশেষ নকশা, রং ও আরামদায়ক কাপড়ের পোশাক নিয়ে আসে ফ্যাশন হাউসগুলো। শরত্ উপলক্ষেও পেয়ে যাবেন এমন পোশাক। শরতে এমন পোশাকে ত্বক সুরক্ষার সঙ্গে সঙ্গে ট্রেন্ডি ফ্যাশনের ছোঁয়া পাবেন।

ভিটামিন-সি

ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান ভিটামিন-সি। ত্বকের বিভিন্ন চর্মরোগ থেকে সুরক্ষা দিতে কাজ করে ভিটামিন-সি। এ ছাড়া তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এ সময় ভিটামিন-সি আপনাকে চাঙ্গা রাখবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন-সি জাতীয় ফলমূল ও শাক-সবজি রাখার চেষ্টা করুন। এটি শীত মোকাবেলায় আগাম প্রস্তুতিতেও আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে।