মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যেসব কারণে আপনি ভূমিকম্প টের পান না

পরপর দুইবার ভূমিকম্প হয়ে গেলো কিন্তু বাংলাদেশের অনেকেই বলছেন তিনি ভূমিকম্পের অনুভূতি টের পাননি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছেন ‘ভূমিকম্প’ হয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুটি ভূমিকম্প হয়। এলএ টাইমসের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে, ১১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ২৫ শতাংশ ভূমিকম্পের অনুভূতি টের পাননি। যারা ভূমিকম্পের অনুভূতি টের পাননা তাদেরকে বলা হয় ‘নেভার-ফিলার’। এরা ভূমিকম্প হলেও কিছু বুঝতে পারে না। ভূমিকম্পের অনুভূতি টের না পাওয়ার কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে।

বিশেষজ্ঞরা জাানিয়েছেন, এই অনুভূতির তারতম্য ঘটে ব্যক্তির অবস্থানের উচ্চতার কারণে। অর্থাৎ আপনি ভূমি থেকে কত উচ্চতায় আছেন বা কত তলায় অবস্থান করছেন তার ওপর নির্ভর করে। আপনি যত উপরের দিকে থাকবেন ভূমিকম্প হলে আপনার টের পাওয়ার সম্ভাবনা তত বেশি। ১০ তলায় যিনি থাকেন তার থেকে এক বা দুই তলায় বসবাস করা ব্যক্তি ভূমিকম্পের টের পাওয়ার অনুভূতি কম হয়ে থাকে।

এ ছাড়া যাদের সেনসিটিভিটি বা সংবেদনশীলতা কম তারাও ভূমিকম্পের অনুভূতি টের পান না।

ভূমিকম্পের সময় ব্যক্তি কোন অবস্থায় ছিল, তার ওপরেও ভূমিকম্পের অনুভূতি টের পাওয়া-না পাওয়া নির্ভর করে।

যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

যিনি যানবাহনে বা চলাচলের মাঝে থাকেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা খুব কম।

যিনি রান্না করছেন বা দৌড়াচ্ছেন তিনিও টের নাও পেতে পারেন।

যিনি চুপচাপ চেয়ারে বসে কাজ করছেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এ ছাড়া যে এলাকায় ভূমিকম্প হয়েছে সেই এলাকার সবাই স্বাভাবিকভাবে অনুভব করেন। কিন্তু দূরের ক্ষেত্রে কেউ টের পায় কেউ পায় না। যেমন সম্প্রতি পর পর দুইবার ভূমিকম্প হয়ে গেলো। কিন্তু বাংলাদেশ থেকে কয়েকশো কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎস স্থল থাকায় বাংলাদেশের অনেকেই তা টের পাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

যেসব কারণে আপনি ভূমিকম্প টের পান না

প্রকাশিত সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পরপর দুইবার ভূমিকম্প হয়ে গেলো কিন্তু বাংলাদেশের অনেকেই বলছেন তিনি ভূমিকম্পের অনুভূতি টের পাননি। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছেন ‘ভূমিকম্প’ হয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুটি ভূমিকম্প হয়। এলএ টাইমসের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে, ১১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ২৫ শতাংশ ভূমিকম্পের অনুভূতি টের পাননি। যারা ভূমিকম্পের অনুভূতি টের পাননা তাদেরকে বলা হয় ‘নেভার-ফিলার’। এরা ভূমিকম্প হলেও কিছু বুঝতে পারে না। ভূমিকম্পের অনুভূতি টের না পাওয়ার কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে।

বিশেষজ্ঞরা জাানিয়েছেন, এই অনুভূতির তারতম্য ঘটে ব্যক্তির অবস্থানের উচ্চতার কারণে। অর্থাৎ আপনি ভূমি থেকে কত উচ্চতায় আছেন বা কত তলায় অবস্থান করছেন তার ওপর নির্ভর করে। আপনি যত উপরের দিকে থাকবেন ভূমিকম্প হলে আপনার টের পাওয়ার সম্ভাবনা তত বেশি। ১০ তলায় যিনি থাকেন তার থেকে এক বা দুই তলায় বসবাস করা ব্যক্তি ভূমিকম্পের টের পাওয়ার অনুভূতি কম হয়ে থাকে।

এ ছাড়া যাদের সেনসিটিভিটি বা সংবেদনশীলতা কম তারাও ভূমিকম্পের অনুভূতি টের পান না।

ভূমিকম্পের সময় ব্যক্তি কোন অবস্থায় ছিল, তার ওপরেও ভূমিকম্পের অনুভূতি টের পাওয়া-না পাওয়া নির্ভর করে।

যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

যিনি যানবাহনে বা চলাচলের মাঝে থাকেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা খুব কম।

যিনি রান্না করছেন বা দৌড়াচ্ছেন তিনিও টের নাও পেতে পারেন।

যিনি চুপচাপ চেয়ারে বসে কাজ করছেন তার ভূমিকম্পের অনুভূতি টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এ ছাড়া যে এলাকায় ভূমিকম্প হয়েছে সেই এলাকার সবাই স্বাভাবিকভাবে অনুভব করেন। কিন্তু দূরের ক্ষেত্রে কেউ টের পায় কেউ পায় না। যেমন সম্প্রতি পর পর দুইবার ভূমিকম্প হয়ে গেলো। কিন্তু বাংলাদেশ থেকে কয়েকশো কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎস স্থল থাকায় বাংলাদেশের অনেকেই তা টের পাননি।