মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি চলবে

রেল যোগাযোগ পুনরায় চালু করতে আয়োজিত বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে, আপাতত ট্রেন চালুর কোনো সম্ভাবনা নেই। সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে সব পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। কয়েক দফায় বৈঠক করা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি।

কর্মবিরতি থেকে সরে আসতে রেলের রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু, বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফদের প্রতিনিধি বৈঠক থেকে বেরিয়ে গেছেন।

দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠক শুরু হয়। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে যান।

বেতনের সঙ্গে রানিং ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সারা দেশে কর্মবিরতি করছেন রেলওয়ের রানিং স্টাফরা। রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি চলবে

প্রকাশিত সময় : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

রেল যোগাযোগ পুনরায় চালু করতে আয়োজিত বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে, আপাতত ট্রেন চালুর কোনো সম্ভাবনা নেই। সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে সব পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। কয়েক দফায় বৈঠক করা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি।

কর্মবিরতি থেকে সরে আসতে রেলের রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু, বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফদের প্রতিনিধি বৈঠক থেকে বেরিয়ে গেছেন।

দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠক শুরু হয়। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে যান।

বেতনের সঙ্গে রানিং ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সারা দেশে কর্মবিরতি করছেন রেলওয়ের রানিং স্টাফরা। রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।