আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীর চুক্তি শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন না হলে সরকার দায়ী থাকবে না বলেও জানান তিনি।
হজের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী এজেন্সির সঙ্গে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতে আর সময় বাড়ানো হবে না। যদি এরমধ্যে কারও চুক্তি সম্পন্ন না হয় তার দায় সৌদি সরকার নেবে না, বাংলাদেশ সরকারও নেবে না। সব দায় এজেন্সিকে নিতে হবে।“
তিনি বলেন, ~চুক্তি সম্পন্ন করতে আর মাত্র চারদিন বাকি থাকলেও নিবন্ধন করা প্রায় অর্ধেক হজযাত্রীর চুক্তি এখনো সম্পন্ন হয়নি। সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন তাদের সব চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন, তাদের ক্ষেত্রে অনেক এজেন্সিকে চুক্তি সম্পন্ন করতে ধীরগতি দেখা যাচ্ছে।“
এখন পর্যন্ত কতজনের চুক্তি সম্পন্ন হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সরকারি ব্যবস্থাপনায় সবার চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার হজযাত্রীর চুক্তি সম্পন্ন হয়েছে।“
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ পালিত হবে। এর আগে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ-১-এর জন্য খরচ ধরা হয় ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, যা আগের বছরের চেয়ে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম। আর প্যাকেজ ২-এর জন্য খরচ ধরা হয় ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা, যা আগের বছরের চেয়ে ১১ হাজার ৭০৭ টাকা কম।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে এবার খরচ ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যা আগের বছরের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















