মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গেলরা ভ্যালেন্টাইন্স ডে উদ্‌যাপন করবেন যেভাবে

বসন্ত এসে গেছে, তার উপর ভ্যালেন্টাইন্স ডে। চারদিকে প্রেমের মরশুম,  ভ্যালেন্টাইন্স ডে’তে যারা  সিঙ্গেল তাদের কেউ স্বেচ্ছায় একা আছে, আবার কারও হয়ত মনের মতো সঙ্গীই জোটেনি। কারণটা যা-ই হোক না কেন, ভ্যালেন্টাইন্স ডে-তে সিঙ্গেলদের নিয়ে ‘মিম’ তৈরি হওয়া যেন ‘ম্যানডেটরি’ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা বলে সিঙ্গেলরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন না নাকি? সিঙ্গেলরা যেভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন তার কিছু টিপস্ দেওয়া হল।

হাইকিংয়ে যেতে পারেন

পাহাড়ের মতো আপন আর কে আছে!— এই ফিলিংস যদি আপনার মধ্যেও কাজ করে তা হলে হাইকিং বা ট্রেকিংয়ে যেতে পারেন। পাহাড়ে চড়তে খুব বেশি পারদর্শী হওয়ার দরকার নেই। এতে একা থাকার ভাব কাটবে, শরীর ও মন সতেজ হয়ে উঠবে। আবার নতুন বন্ধু কিংবা সঙ্গীও পেতে পারেন।

হেরিটেজ ওয়াক

শহরের আনাচে-কানাচে এমন অনেক জায়গা লুকিয়ে রয়েছে, যার সঙ্গে নিবিড় যোগ রয়েছে ইতিহাসের। নিজের সঙ্গে সময় যদি কাটাতে হয়, তা হলে হেরিটেজ ওয়াকে যেতে পারেন। এমনকী, শহরের মিউজিয়ামগুলোতেও ঢুঁ মারতে পারেন। এই সব জায়গায় একা গেলেও একাকিত্ব অনুভব করবেন না।

বাইক রাইড

সকাল সকাল রাইডে বেড়িয়ে পড়ুন। এমন অনেক রাইড ক্লাব রয়েছে, যেখান থেকে প্রতি সপ্তাহে নিয়মিত রাইডিংয়ের আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে পারেন। নতুন বন্ধু পাবেন আর মোটরসাইকেলের সঙ্গেও সময় কাটাতে পারেন। এ ছাড়া ভোর ভোর সাইকেল নিয়েও বেড়িয়ে পড়তে পারেন। যাঁরা সাইকেল চালাতে ভালোবাসেন, তাঁরা দু’চাকায় ভর করে ঘুরে দেখতে পারেন শহরের অলি-গলি।

নতুন কিছু শিখুন

শহরের বিভিন্ন প্রান্তে নানা ধরনের ক্লাব রয়েছে। সেখানে নাম লেখাতে পারেন। নতুন কিছু শেখা হবে এবং নতুন বন্ধুও পাবেন সেখানে। এ ছাড়া নাচ-গান কিংবা নতুন ভাষা শিখতে পারেন। বই পড়ারও ক্লাব রয়েছে, সেখানেও সময় কাটাতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

সিঙ্গেলরা ভ্যালেন্টাইন্স ডে উদ্‌যাপন করবেন যেভাবে

প্রকাশিত সময় : ১১:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বসন্ত এসে গেছে, তার উপর ভ্যালেন্টাইন্স ডে। চারদিকে প্রেমের মরশুম,  ভ্যালেন্টাইন্স ডে’তে যারা  সিঙ্গেল তাদের কেউ স্বেচ্ছায় একা আছে, আবার কারও হয়ত মনের মতো সঙ্গীই জোটেনি। কারণটা যা-ই হোক না কেন, ভ্যালেন্টাইন্স ডে-তে সিঙ্গেলদের নিয়ে ‘মিম’ তৈরি হওয়া যেন ‘ম্যানডেটরি’ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা বলে সিঙ্গেলরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন না নাকি? সিঙ্গেলরা যেভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন তার কিছু টিপস্ দেওয়া হল।

হাইকিংয়ে যেতে পারেন

পাহাড়ের মতো আপন আর কে আছে!— এই ফিলিংস যদি আপনার মধ্যেও কাজ করে তা হলে হাইকিং বা ট্রেকিংয়ে যেতে পারেন। পাহাড়ে চড়তে খুব বেশি পারদর্শী হওয়ার দরকার নেই। এতে একা থাকার ভাব কাটবে, শরীর ও মন সতেজ হয়ে উঠবে। আবার নতুন বন্ধু কিংবা সঙ্গীও পেতে পারেন।

হেরিটেজ ওয়াক

শহরের আনাচে-কানাচে এমন অনেক জায়গা লুকিয়ে রয়েছে, যার সঙ্গে নিবিড় যোগ রয়েছে ইতিহাসের। নিজের সঙ্গে সময় যদি কাটাতে হয়, তা হলে হেরিটেজ ওয়াকে যেতে পারেন। এমনকী, শহরের মিউজিয়ামগুলোতেও ঢুঁ মারতে পারেন। এই সব জায়গায় একা গেলেও একাকিত্ব অনুভব করবেন না।

বাইক রাইড

সকাল সকাল রাইডে বেড়িয়ে পড়ুন। এমন অনেক রাইড ক্লাব রয়েছে, যেখান থেকে প্রতি সপ্তাহে নিয়মিত রাইডিংয়ের আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে পারেন। নতুন বন্ধু পাবেন আর মোটরসাইকেলের সঙ্গেও সময় কাটাতে পারেন। এ ছাড়া ভোর ভোর সাইকেল নিয়েও বেড়িয়ে পড়তে পারেন। যাঁরা সাইকেল চালাতে ভালোবাসেন, তাঁরা দু’চাকায় ভর করে ঘুরে দেখতে পারেন শহরের অলি-গলি।

নতুন কিছু শিখুন

শহরের বিভিন্ন প্রান্তে নানা ধরনের ক্লাব রয়েছে। সেখানে নাম লেখাতে পারেন। নতুন কিছু শেখা হবে এবং নতুন বন্ধুও পাবেন সেখানে। এ ছাড়া নাচ-গান কিংবা নতুন ভাষা শিখতে পারেন। বই পড়ারও ক্লাব রয়েছে, সেখানেও সময় কাটাতে পারেন।