বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পার্লারে গিয়ে ভ্রু প্লাক করছেন? যে ভয়াবহ রোগ হতে পারে

ভ্রু একটু এলোমেলো দেখালেই অনেকেই ছুট দেন পাড়ার চেনা পার্লারে। এরপর ভ্রু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্তু জানেন কী, এই সাধারণ অভ্যাসই হতে পারে ভয়াবহ এক রোগের কারণ?

সম্প্রতি দিল্লির চিকিৎসক অদিতিজ দামিজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ২৮ বছর বয়সী এক তরুণী স্থানীয় পার্লারে গিয়ে ভ্রু প্লাক করার পর মারাত্মক লিভারের সমস্যায় আক্রান্ত হন। চিকিৎসকের ভাষ্য, পার্লারে ব্যবহৃত সুতো থেকেই এই সমস্যার সূত্রপাত।

চিকিৎসক দামিজা জানান, অনেক ছোট পার্লারে স্বাস্থ্যবিধি মানা হয় না। একই সুতো বারবার ব্যবহার করা হয়। এতে কারও ভ্রু প্লাক করার সময় যদি সামান্য কাটে বা রক্ত বেরোয়, তা থেকে জীবাণু ছড়াতে পারে। এইভাবেই হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-র মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ ধরনের সংক্রমণ তাৎক্ষণিকভাবে ধরা না-ও পড়তে পারে। তবে এক-দু’বছরের মধ্যেই দেখা দিতে পারে মারাত্মক লিভারের জটিলতা, এমনকি লিভার ফেলিওরও।

এই পরিস্থিতি এড়াতে যা করতে হবে

১. নতুন সুতো ব্যবহার না করলে থ্রেডিং করাবেন না।

২. যিনি কাজ করছেন, তার হাত পরিষ্কার কি না দেখুন। প্রয়োজনে গ্লাভস পরতে বলুন।

৩. নিজের সুতো ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজে নিয়ে যান।

৪. হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন নিয়ে রাখুন, ঝুঁকি কমবে।

কী লক্ষণে চিকিৎসকের শরণাপন্ন হবেন?

দামিজা বলেন, পার্লার থেকে আসার পর হঠাৎ করে যদি ক্লান্তি লাগে, চোখ হলুদ দেখায়, প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায়—তাহলে আর দেরি নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পার্লারে গিয়ে ভ্রু প্লাক করছেন? যে ভয়াবহ রোগ হতে পারে

প্রকাশিত সময় : ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

ভ্রু একটু এলোমেলো দেখালেই অনেকেই ছুট দেন পাড়ার চেনা পার্লারে। এরপর ভ্রু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্তু জানেন কী, এই সাধারণ অভ্যাসই হতে পারে ভয়াবহ এক রোগের কারণ?

সম্প্রতি দিল্লির চিকিৎসক অদিতিজ দামিজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ২৮ বছর বয়সী এক তরুণী স্থানীয় পার্লারে গিয়ে ভ্রু প্লাক করার পর মারাত্মক লিভারের সমস্যায় আক্রান্ত হন। চিকিৎসকের ভাষ্য, পার্লারে ব্যবহৃত সুতো থেকেই এই সমস্যার সূত্রপাত।

চিকিৎসক দামিজা জানান, অনেক ছোট পার্লারে স্বাস্থ্যবিধি মানা হয় না। একই সুতো বারবার ব্যবহার করা হয়। এতে কারও ভ্রু প্লাক করার সময় যদি সামান্য কাটে বা রক্ত বেরোয়, তা থেকে জীবাণু ছড়াতে পারে। এইভাবেই হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-র মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ ধরনের সংক্রমণ তাৎক্ষণিকভাবে ধরা না-ও পড়তে পারে। তবে এক-দু’বছরের মধ্যেই দেখা দিতে পারে মারাত্মক লিভারের জটিলতা, এমনকি লিভার ফেলিওরও।

এই পরিস্থিতি এড়াতে যা করতে হবে

১. নতুন সুতো ব্যবহার না করলে থ্রেডিং করাবেন না।

২. যিনি কাজ করছেন, তার হাত পরিষ্কার কি না দেখুন। প্রয়োজনে গ্লাভস পরতে বলুন।

৩. নিজের সুতো ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজে নিয়ে যান।

৪. হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন নিয়ে রাখুন, ঝুঁকি কমবে।

কী লক্ষণে চিকিৎসকের শরণাপন্ন হবেন?

দামিজা বলেন, পার্লার থেকে আসার পর হঠাৎ করে যদি ক্লান্তি লাগে, চোখ হলুদ দেখায়, প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায়—তাহলে আর দেরি নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।