মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আসবাব পরিষ্কারে পানি ব্যবহার করেন? হতে পারে যে ক্ষতি

প্রতিদিনের ঘরবাড়ির আনাচকানাচে পরিষ্কার করতে পানির প্রয়োজন পড়ে। জামাকাপড় কাচা থেকে ঘরদোর পরিষ্কার, থালাবাসন পরিষ্কার—সব কিছুতেই পানির প্রয়োজন। কিন্তু ঘরের এমন অনেক জিনিস আছে, যা নিত্য প্রয়োজন হয়। অথচ তা পানি দিয়ে একেবারেই পরিষ্কার করা যায় না।

পানি দিয়ে পরিষ্কার করতে গেলেই তা নষ্ট হবেই হবে। ঘরের কোন কোন জিনিস পানি দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকবেন জেনে নিন—
এক্ষেত্রে সবার ওপরে রয়েছে কাঠের আসবাবপত্র। কখনো পানি দিয়ে বাড়ির কোনো কাঠের আসবাবপত্র পরিষ্কার করবেন না। এক্ষেত্রে ওই আসবাবপত্রে যে পালিশ থাকে, তা নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় থেকেই যায়।

তাই সবসময় চেষ্টা করবেন শুকনো কাপড় দিয়ে কাঠের আসবাবপত্র পরিষ্কার করার।
ভুলেও পানি দিয়ে কখনো আয়না পরিষ্কার করবেন না। এতে করে আয়নার কাচ নষ্ট হয়ে যায়। আয়না পরিষ্কার করার জন্য অনেক ধরনের ক্লিনার পাওয়া যায়।

চেষ্টা করুন সেগুলো ব্যবহার করার।
বাসন পরিষ্কার করতে যতই পানির ব্যবহার হোক না কেন, রুপা ও পিতলের বাসন পানি দিয়ে কখনই পরিষ্কার করবেন না। বরং পানির পরিবর্তে তেঁতুল, লবণ ও ভিনেগার দিয়ে পরিষ্কার করুন। এতে এই বাসনগুলোর জৌলুস দীর্ঘদিন বজায় থাকবে।

চামড়ার সোফা বা কোনো আসবাবপত্র পানি দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

পানি দিয়ে চামড়ার কোনো আসবাবপত্র পরিষ্কার করলে তাতে ছত্রাক জন্মানোর সম্ভাবনা থেকে যায়। নষ্ট হয়ে যায় জেল্লা। তাই বাড়ির এই জিনিসগুলো কখনোই পানি দিয়ে পরিষ্কার করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

আসবাব পরিষ্কারে পানি ব্যবহার করেন? হতে পারে যে ক্ষতি

প্রকাশিত সময় : ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের ঘরবাড়ির আনাচকানাচে পরিষ্কার করতে পানির প্রয়োজন পড়ে। জামাকাপড় কাচা থেকে ঘরদোর পরিষ্কার, থালাবাসন পরিষ্কার—সব কিছুতেই পানির প্রয়োজন। কিন্তু ঘরের এমন অনেক জিনিস আছে, যা নিত্য প্রয়োজন হয়। অথচ তা পানি দিয়ে একেবারেই পরিষ্কার করা যায় না।

পানি দিয়ে পরিষ্কার করতে গেলেই তা নষ্ট হবেই হবে। ঘরের কোন কোন জিনিস পানি দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকবেন জেনে নিন—
এক্ষেত্রে সবার ওপরে রয়েছে কাঠের আসবাবপত্র। কখনো পানি দিয়ে বাড়ির কোনো কাঠের আসবাবপত্র পরিষ্কার করবেন না। এক্ষেত্রে ওই আসবাবপত্রে যে পালিশ থাকে, তা নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় থেকেই যায়।

তাই সবসময় চেষ্টা করবেন শুকনো কাপড় দিয়ে কাঠের আসবাবপত্র পরিষ্কার করার।
ভুলেও পানি দিয়ে কখনো আয়না পরিষ্কার করবেন না। এতে করে আয়নার কাচ নষ্ট হয়ে যায়। আয়না পরিষ্কার করার জন্য অনেক ধরনের ক্লিনার পাওয়া যায়।

চেষ্টা করুন সেগুলো ব্যবহার করার।
বাসন পরিষ্কার করতে যতই পানির ব্যবহার হোক না কেন, রুপা ও পিতলের বাসন পানি দিয়ে কখনই পরিষ্কার করবেন না। বরং পানির পরিবর্তে তেঁতুল, লবণ ও ভিনেগার দিয়ে পরিষ্কার করুন। এতে এই বাসনগুলোর জৌলুস দীর্ঘদিন বজায় থাকবে।

চামড়ার সোফা বা কোনো আসবাবপত্র পানি দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

পানি দিয়ে চামড়ার কোনো আসবাবপত্র পরিষ্কার করলে তাতে ছত্রাক জন্মানোর সম্ভাবনা থেকে যায়। নষ্ট হয়ে যায় জেল্লা। তাই বাড়ির এই জিনিসগুলো কখনোই পানি দিয়ে পরিষ্কার করবেন না।