গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ভয়াবহতা বাড়তে বাড়তে আশপাশের বসতবাড়ি ও স্কুলসহ নানা স্থাপনায় ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় শাকিবুল হাসান জানান সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রথমে ফরিদের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।পরে আশেপাশের রাজু,বছির,ইমনের গোডাউনসহ আরও ১২টি ব্যক্তির গোডাউন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে বাসা-বাড়িতেও।
এছাড়াও আমবাগ নাদের আলী নজর দিঘি উচ্চ বিদ্যালয়ের একাংশ পুড়ে যায়। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে ৩ ঘন্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার টার দিকে কোনাবাড়ীর আমবাগ নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় গাজীপুর ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশন থেকে ৩ ইউনিট, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে ১টি ইউনিটসহ মোট ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















