সত্যি হলো সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথা। ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সেদিন ক্রন্দনরত খালেদা জিয়ার বিরুদ্ধে দম্ভভরে নানা তাচ্ছিল্য ও উপহাস করেছিলেন শেখ হাসিনা। দিয়েছিলেন নানা মিথ্যা অপবাদ।
প্রায় ৪০ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে সেদিন এক কাপড়ে টেনেহিঁচড়ে থেকে বের করে দেয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে।
কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া সেদিন শেখ হাসিনার এ নিষ্ঠুরতার বিচারের ভার মহান আল্লাহপাক ও দেশবাসীর কাছে ছেড়ে দিয়ে হাসিনাকে উদ্দেশ্যে করে বলেছিলেন, আপনার ওপর আল্লাহর গজব পড়বে।
সেই শেখ হাসিনা এখন মাবতাবিরোধী অপরাধে মৃ*ত্যু*দ*ণ্ড প্রাপ্ত আসামি। গতবছরের গণ-অভ্যুত্থানের পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। কয়েক মাস আগে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি। ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাড়ি সুধা সদনে। তার অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।
বেগম খালেদা জিয়াকে স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করার নিষ্ঠুর কারিগর শেখ হাসিনা দেশ থেকেই বিতাড়িত। হারিয়েছেন বাবা ও স্বামীর বাড়ি। এখন দেশে ফিরলে গলায় পড়তে হবে ফাঁ*সি*র দড়ি। এই মন্তব্য করে বিএনপির নেতাকর্মীরা বলছেন, সত্যিই শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















