ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও পারবে না। নতুন বাংলাদেশে কেউ ফ্যাসিবাদী কাঠামো করতে চাইলে খুনি হাসিনার যে পরিণতি হয়েছে, তার চেয়ে খারাপ পরিণতি হবে।
শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন
সাদিক কায়েম বলেন, বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশার ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে।
ডাকসু ভিপি বলেন, সীমান্তে হত্যা চলবে না। সীমান্তে যদি একটি লাশ পড়ে, তাহলে ১৮ কোটি জনগণ একসঙ্গে প্রতিবাদ-প্রতিরোধে নামবে। বিগত সময়ের প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে।
সাদা পাথর কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব মন্তব্য করে সাদিক কায়েম বলেন, এই সাদা পাথরে সিলেটের এবং বাংলাদেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এ সময় তিনি সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী জয়নাল আবেদীনের জন্য ভোট চান।
কোম্পানিগঞ্জ থানা সদর প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে উপজেলা আমির মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























