সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

খুলনায় আদালত চত্বরে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও মো. ফজলে রাব্বি রাজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে দুই যুবক আদালতে হাজিরা শেষে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিতে আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মো. ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার গুরুতর আহত হয়েছে। এর মধ্যে রাজন মারা গেছে। হাসিবও মারা গেছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা কনফার্ম না। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামও একাধিক মামলা আছে। দুইজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

তিনি জানান, ঘটনাস্থলে রক্ত, চাপাতি, দুইটি মোটরসাইকেল পড়ে আছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

প্রকাশিত সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

খুলনায় আদালত চত্বরে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও মো. ফজলে রাব্বি রাজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে দুই যুবক আদালতে হাজিরা শেষে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিতে আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মো. ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার গুরুতর আহত হয়েছে। এর মধ্যে রাজন মারা গেছে। হাসিবও মারা গেছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা কনফার্ম না। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামও একাধিক মামলা আছে। দুইজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

তিনি জানান, ঘটনাস্থলে রক্ত, চাপাতি, দুইটি মোটরসাইকেল পড়ে আছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।