খুলনায় আদালত চত্বরে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও মো. ফজলে রাব্বি রাজন।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মো. ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার গুরুতর আহত হয়েছে। এর মধ্যে রাজন মারা গেছে। হাসিবও মারা গেছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা কনফার্ম না। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামও একাধিক মামলা আছে। দুইজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।
তিনি জানান, ঘটনাস্থলে রক্ত, চাপাতি, দুইটি মোটরসাইকেল পড়ে আছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।
হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























