সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. আবিদুল ইসলাম খান আবিদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ‘বাংলাদেশ টাইমস’ নামক ওই গণমাধ্যমের বিরুদ্ধে তিনি এই অভিযোগ দায়ের করেন।
জিডিতে আবিদ উল্লেখ করেন, শুক্রবার বিকেলে তিনি দেখতে পান ওই পোর্টালটির ফেসবুক পেজে তার ছবি ব্যবহার করে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর মায়েদকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ ধরনের বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তার এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, ‘অভিযোগটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জিডি করার পর ছাত্রদল নেতা আবিদ বলেন, ‘আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী এবং এতদিন অনেক অপপ্রচার সহ্য করেছি। কিন্তু আমাদের নামে মিথ্যা কথা চালিয়ে দেওয়াটা মেনে নেওয়া যায় না। সংগঠনের সম্মান ও নিরাপত্তার স্বার্থেই জিডি করতে বাধ্য হলাম।’

রিপোর্টারের নাম 























