ডেইলি দেশ নিউজ ডটকম,র প্রকাশক রায়হান রোহান ,“ মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ওই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বিজয় ছিনিয়ে এনেছিলেন। তাই, ১৬ ডিসেম্বর জাতির জন্য অহংকার, আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক দিন।”
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) নিজের এ কথা বলেন ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতি বিজয় অর্জন করে। এ ঐতিহাসিক দিনে আমি দেশবাসীসহ প্রবাসী সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক তাদের জীবন—এই কামনা করি। এই দিনেই ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিদেশি শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আমি তাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াব।
মহান বিজয় দিবসে দেশবাসীর সকলের প্রতি সেই আহ্বান জানিয়ে রায়হান রোহান বলেন, বিজয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।

রিপোর্টারের নাম 
























