মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিনব্যাপী কর্মসূচিতে পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে ।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে কর্মসূচির  অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক,একাডেমিক  ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় পবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ । এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিনকাউন্সিল কনভেনর, শিক্ষক সমাজ,পবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের এই শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের যাদের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে উপাচার্য,ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা  অনুষ্ঠিত হয়।
বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দিনব্যাপী কর্মসূচিতে পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত সময় : ১০:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে ।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে কর্মসূচির  অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক,একাডেমিক  ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় পবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ । এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিনকাউন্সিল কনভেনর, শিক্ষক সমাজ,পবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মকর্তা-কর্মচারীরাসহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের এই শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের যাদের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে উপাচার্য,ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা  অনুষ্ঠিত হয়।
বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।