বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় শীত বাড়ছে, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

সারাদেশের মতো রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাকায় শীত বাড়ছে, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

প্রকাশিত সময় : ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সারাদেশের মতো রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।