সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালান।

অন্যদিকে একই দাবিতে নগরের তালাইমারী মোড়েও রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত অবরোধ চলছিল। এতে অংশগ্রহণকারীরা মহাসড়কের ওপরেই আসরের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমান। পরে বিক্ষোভ চলাকালে তারা ভারতের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।

এ সময় জুলাই যোদ্ধা মহুয়া জান্নাত বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর বিচারের জন্য ইন্টেরিম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি না। আমরা আদেশ করছি, নির্দেশ দিচ্ছি এই সরকারকে খুনিদের ফাঁসি দেয়ার জন্য। এটা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু বলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির খুনি এবং এর পরিকল্পনাকারীদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরতে চাই না। আমরা একেকজন হাদি হয়েই হাদি হত্যার বিচার নিশ্চিত করব।

জুলাই কাঠগড়ার মুখপাত্র শোয়েব আহমেদ বলেন, আমার হাদি ভাই যাদের বিরুদ্ধে কথা বলত, তারা তার কথা সহ্য করতে পারেনি। তিনি মৃত্যুকে জয় করে এ দেশের জন্য কাজ করছিলেন। ইনসাফের কথা বলছিলেন। আমরা সবাই এখন হাদি হয়ে গিয়েছি। আমরা এখন আর কাউকে ভয় পাই না।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী–নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এম্বুলেন্স ছাড়া কোন যানবাহন এই মহাসড়ক দিয়ে চলতে দেয়া হচ্ছে না। অন্য সব যানবাহন বিকল্প পথে চলাচল করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত সময় : ১১:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালান।

অন্যদিকে একই দাবিতে নগরের তালাইমারী মোড়েও রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত অবরোধ চলছিল। এতে অংশগ্রহণকারীরা মহাসড়কের ওপরেই আসরের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমান। পরে বিক্ষোভ চলাকালে তারা ভারতের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।

এ সময় জুলাই যোদ্ধা মহুয়া জান্নাত বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর বিচারের জন্য ইন্টেরিম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি না। আমরা আদেশ করছি, নির্দেশ দিচ্ছি এই সরকারকে খুনিদের ফাঁসি দেয়ার জন্য। এটা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু বলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির খুনি এবং এর পরিকল্পনাকারীদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরতে চাই না। আমরা একেকজন হাদি হয়েই হাদি হত্যার বিচার নিশ্চিত করব।

জুলাই কাঠগড়ার মুখপাত্র শোয়েব আহমেদ বলেন, আমার হাদি ভাই যাদের বিরুদ্ধে কথা বলত, তারা তার কথা সহ্য করতে পারেনি। তিনি মৃত্যুকে জয় করে এ দেশের জন্য কাজ করছিলেন। ইনসাফের কথা বলছিলেন। আমরা সবাই এখন হাদি হয়ে গিয়েছি। আমরা এখন আর কাউকে ভয় পাই না।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী–নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এম্বুলেন্স ছাড়া কোন যানবাহন এই মহাসড়ক দিয়ে চলতে দেয়া হচ্ছে না। অন্য সব যানবাহন বিকল্প পথে চলাচল করছে।