মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোক

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩২

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।
বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করে।

এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোক

প্রকাশিত সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।
বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করে।

এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে।