সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন যাপনে নানা পরিবর্তন আর নতুন নতুন অনুসঙ্গ যুক্ত হয়। পুরোন আর নতুন নিয়মের মিশেলে চলে সামাজিক জীবন। যেমন— প্রেম নিবেদনের জন্য এখনও প্রেমিক প্রেমিকার দিকে ফুল এগিয়ে দেন, কোনো কফি শপের নিয়ন আলোতে আলোচনা জমিয়ে তোলেন। আবার এর বিপরীত চিত্রও রয়েছে। প্রযুক্তির ব্যবহার বেড়েছে। দূর-দূরান্তের অচেনা, অজানা মানুষটিই হয়ে উঠছে একান্ত আপন। দূরকে কাছে এনে দিচ্ছে প্রযুক্তি। এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আর ডেটিং অ্যাপেও জমে উঠছে প্রেম। কিন্তু এই অ্যাপ ভিত্তিক প্রেমগুলোতে প্রতারণার ঘটনাও অনেক ঘটছে।
ডেটিং অ্যাপে ‘সঙ্গী’ সেজে, ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিচ্ছে অনেকে। কখনও নারী আবার কখনও পুরুষ পরছেন এই ফাঁদে। কিন্তু ডেটিং অ্যাপ কারা বেশি ব্যবহার করে, জানেন? ছেলে-মেয়ে উভয়ই ডেটিং অ্যাপ ব্যবহার করেন।কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি ডেটিং অ্যাপের ইউজার। ইন্টারন্যাশানাল জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণার তথ্য, মধ্য বয়সের পুরুষেরাই সবচেয়ে ডেটিং অ্যাপ ব্যবহার করেন। নারীদের তুলনায় মাঝ বয়সি পুরুষেরাই ডেটিং অ্যাপের অ্যাক্টিভ ইউজার।
২৫ থেকে ৫০ বছর বয়সের ২৯৮ জন মানুষের মধ্যে এই সমীক্ষা পরিচালনা করা হয়। তারা ডেটিং অ্যাপ ব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। সেখানেই জানা যায়, নারীদের তুলনায় পুরুষেরা ডেটিং অ্যাপ বেশি ব্যবহার করেন এবং দীর্ঘ সময় ধরে করেন। দেখা গেছে ফ্রেন্ডস উইথ বেনেফিটস, নো স্ট্রিং অ্যাটাচড থেকে শুরু করে ওয়ান নাইট স্ট্যান্ড— এগুলো খুঁজে থাকেন ইউজাররা। এখানেও পুরুষদের সংখ্যাই বেশি। কেউ দ্রুত কমিটমেন্টে যেতে চান না এবং কোনো সম্পর্কে জড়াতে চান না।
ডেটিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তির আলাদা-আলাদা উদ্দেশ্য থাকে। কেউ সিরিয়াস রিলেশনশিপের খোঁজে করেন, আবার কারও কাছে ডেটিং অ্যাপ নিছক সময় কাটানোর মাধ্যম। এতকিছুর পরেও অনেকে নতুন বন্ধু পাতান ডেটিং অ্যাপে।

রিপোর্টারের নাম 
























