মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে চুল সাজাবেন কীভাবে

একেতো গরম তারপর মাঝে মধ্যেই বৃষ্টি হানা দিচ্ছে। কিন্তু আনন্দ আর ত্যাগের মহিমা নিয়ে দুয়ারে হাজির হয়েছে কুরবানির ঈদ। পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এনে দেয় এই উৎসব। নানা রকম ব্যস্ততার ভিড়ে চুলগুলোর দিকে নজর দিতে ভুলবেন না যেন।

চুলে নতুন কাট দিতে পারেন। শোভন’স মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা গণমাধ্যমকে বলেন,  ‘‘গরমে চুলে বব, মিডি বব, ব্ল্যান্ট, ডায়ানা কিংবা পিক্সি কাট দেওয়া যেতে পারে।’’

গরমে স্বস্তি দেবে খোঁপা

গরমে স্বস্তির খোঁজে সাইড বান, মেসি বান, পনিটেল, বাবলি পনিটেল, সিঙ্গেল ব্রেইড অথবা খোঁপা করলে স্বস্তি পেতে পারেন।

চলতি ধারায় যে স্টাইল জনপ্রিয়: এই সময় চুল ব্লো-ড্রাই করে রাখার চল জনপ্রিয়তা পেয়েছে। আপনার চুলেও যদি এই কাট থাকে পুরো  চুল ফুলিয়ে নিয়ে সেট করে নেওয়ার চেষ্টা করতে পারেন। লেপটে বা সোজাসাপটাভাবে চুল আঁচড়ে বেঁধে রাখার রেওয়াজটাই কিন্তু জনপ্রিয়।

এক পাশে সিঁথি করে ঢেউখেলানো চুলসজ্জা:  ঈদের দিন লম্বা চুলে এক পাশে সিঁথি করেও চুল সাজিয়ে নিলে ভালো লাগবে।  এজন্য প্রথমে চুল ভালো করে আঁচ়ড়ে এক পাশে সিঁথি করে নিন।তারপর অন্য পাশের সব চুল কাঁধের একপাশে এনে ববি পিনের সাহায্যে আটকে দিতে হবে। এ বার এক পাশে চুলে আসা সমস্ত চুলে অল্প অল্প করে নিয়ে স্ট্রেটনার অথবা কার্লারের সাহায্যে ঢেউ খেলান। ব্যাস, আপনার চুল কিন্তু রেডি।

অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা: ঈদের দিন যে পোশাক পরবেন তার সঙ্গেও মিলিয়ে নিতে পারেন চুলের সাজ। শাড়ি, চুড়িদার, লেহঙ্গার সঙ্গে অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা চুলের সাজ ভালো লাগবে। চুল ভালো করে আঁচড়ে নিয়ে মাঝখানে সিঁথি করে নিন। তারপর চুলের উপরের কিছু অংশ নিয়ে পিছন দিক থেকে পনিটেলের মতো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। এবার ওই বাঁধা অংশের চুলগুলো রাবার ব্যান্ডের ভেতর দিয়ে উল্টো করে পাক খাইয়ে নিন। কপালের উপরের চুলগুলো চিরুনির সাহায্যে একটু ফুলিয়ে-ফাঁপিয়ে নিতে পারেন।

যারা স্লিক পনিটেল করতে চান তারা চুল পেছনে বাঁধার সময় আলগা করে বাঁধুন। এবং মাথার সামনের বেবিহেয়ারগুলো ঢাকতে সেরাম ব্যবহার করতে পারেন।

শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে দুই বেণি, এক বেণি, ফ্রেঞ্চ বেণি, খেজুর বেণিও করে নিতে পারেন। ফেলে আসা দিনের আবেদন কিন্তু ফুরাইনি এখনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

ঈদে চুল সাজাবেন কীভাবে

প্রকাশিত সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

একেতো গরম তারপর মাঝে মধ্যেই বৃষ্টি হানা দিচ্ছে। কিন্তু আনন্দ আর ত্যাগের মহিমা নিয়ে দুয়ারে হাজির হয়েছে কুরবানির ঈদ। পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এনে দেয় এই উৎসব। নানা রকম ব্যস্ততার ভিড়ে চুলগুলোর দিকে নজর দিতে ভুলবেন না যেন।

চুলে নতুন কাট দিতে পারেন। শোভন’স মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা গণমাধ্যমকে বলেন,  ‘‘গরমে চুলে বব, মিডি বব, ব্ল্যান্ট, ডায়ানা কিংবা পিক্সি কাট দেওয়া যেতে পারে।’’

গরমে স্বস্তি দেবে খোঁপা

গরমে স্বস্তির খোঁজে সাইড বান, মেসি বান, পনিটেল, বাবলি পনিটেল, সিঙ্গেল ব্রেইড অথবা খোঁপা করলে স্বস্তি পেতে পারেন।

চলতি ধারায় যে স্টাইল জনপ্রিয়: এই সময় চুল ব্লো-ড্রাই করে রাখার চল জনপ্রিয়তা পেয়েছে। আপনার চুলেও যদি এই কাট থাকে পুরো  চুল ফুলিয়ে নিয়ে সেট করে নেওয়ার চেষ্টা করতে পারেন। লেপটে বা সোজাসাপটাভাবে চুল আঁচড়ে বেঁধে রাখার রেওয়াজটাই কিন্তু জনপ্রিয়।

এক পাশে সিঁথি করে ঢেউখেলানো চুলসজ্জা:  ঈদের দিন লম্বা চুলে এক পাশে সিঁথি করেও চুল সাজিয়ে নিলে ভালো লাগবে।  এজন্য প্রথমে চুল ভালো করে আঁচ়ড়ে এক পাশে সিঁথি করে নিন।তারপর অন্য পাশের সব চুল কাঁধের একপাশে এনে ববি পিনের সাহায্যে আটকে দিতে হবে। এ বার এক পাশে চুলে আসা সমস্ত চুলে অল্প অল্প করে নিয়ে স্ট্রেটনার অথবা কার্লারের সাহায্যে ঢেউ খেলান। ব্যাস, আপনার চুল কিন্তু রেডি।

অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা: ঈদের দিন যে পোশাক পরবেন তার সঙ্গেও মিলিয়ে নিতে পারেন চুলের সাজ। শাড়ি, চুড়িদার, লেহঙ্গার সঙ্গে অর্ধেক খোলা, অর্ধেক বাঁধা চুলের সাজ ভালো লাগবে। চুল ভালো করে আঁচড়ে নিয়ে মাঝখানে সিঁথি করে নিন। তারপর চুলের উপরের কিছু অংশ নিয়ে পিছন দিক থেকে পনিটেলের মতো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। এবার ওই বাঁধা অংশের চুলগুলো রাবার ব্যান্ডের ভেতর দিয়ে উল্টো করে পাক খাইয়ে নিন। কপালের উপরের চুলগুলো চিরুনির সাহায্যে একটু ফুলিয়ে-ফাঁপিয়ে নিতে পারেন।

যারা স্লিক পনিটেল করতে চান তারা চুল পেছনে বাঁধার সময় আলগা করে বাঁধুন। এবং মাথার সামনের বেবিহেয়ারগুলো ঢাকতে সেরাম ব্যবহার করতে পারেন।

শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে দুই বেণি, এক বেণি, ফ্রেঞ্চ বেণি, খেজুর বেণিও করে নিতে পারেন। ফেলে আসা দিনের আবেদন কিন্তু ফুরাইনি এখনও।