৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত ৫ পরীক্ষার্থী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন মো. শাহিনুর ইসলাম (২৮), আতিকুর রহমান (২৯), মো. আবরার শাহরিয়ার উল্লাহ (২৮), মো. রিয়াজ উদ্দিন (২৭) ও মো. শাকিল (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার দিকে যাওয়ার সময় বিসিএস পরীক্ষার্থীদের থামিয়ে দেয় পুলিশ। তাদের বেঁধে দেওয়া এক ঘণ্টা সময়ের মধ্যে সরকারের সিদ্ধান্ত না আসায় পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার উদ্দেশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ শুরু করে। নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড ও জলকামান। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত পাঁচজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















