চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ২৯টি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ফোনগুলো জব্দ করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের (মহানন্দা ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোবাইল ফোন জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন কিরনগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা গ্রাম থেকে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ২৯টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে। চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























