বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ ঘরোয়া টোটকায় কমবে ঋতুস্রাবের ব্যথা

ঋতুস্রাবের সময়ে নারীদের শরীর স্বাভাবিক ভাবেই কিছুটা দুর্বল হয়ে পড়ে। কারো ক্ষেত্রে আবার স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাত হয়। তবে এই সময়ে সব চেয়ে বেশি যে সমস্যাটি ভোগায় তা হলো পেটের যন্ত্রণা। তলপেট থেকে তৈরি হওয়া ব্যথা ক্রমশ ছড়িয়ে পড়ে কোমর, হাঁটু ও পা পর্যন্ত।

ব্যথা কমাতে গরম জলে সেঁক দেওয়া, গরম জল খাওয়া, স্থির হয়ে শুয়ে বিশ্রাম নেয়ার মতো আরো অনেক কিছু করতে হয়। ব্যথা কমাতে অনেকেই ওষুধ খাওয়ার কথাও ভাবেন। তবে খুব প্রয়োজন না পড়লে ব্যথার ওষুধ না খাওয়ার কথাই বলে থাকেন চিকিৎসকরা।তাহলে কীভাবে কমাবেন ঋতুস্রাবকালীন ব্যথা? তার জন্য ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপকরণের উপর। সেগুলো কি চলুন জেনে নেয়া যাক-

>> অনেকের বাড়িতেই মশলা হিসেবে মজুত থাকে মৌরি। ঋতুস্রাবের ব্যথার কমাতে কাজে আসতে পারে মৌরি দেওয়া ভেষজ চা।

>> মাসের এই কয়েকটি দিন যন্ত্রণা থেকে মুক্তি থেকে রান্নায় ব্যবহার করতে পারেন তিল। সুফল পাবেন। এছাড়াও চটজলদি ব্যথা কমাতে তিলের তেল গরম করে মাখতে পারেন পেটে। কমতে পারে ব্যথা।

>> ঋতুস্রাবের সময় চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন। মিষ্টি খেলে বেড়ে যাতে পারে ব্যথা।

>> রান্নায় ফোড়ণ হিসেবে ব্যবহার করতে পারেন জিরা আর মৌরির পরিমাণ খানিক বাড়াতে পারেন এই সময়ে।

>> ঋতুস্রাবের ব্যথা কমানোর অন্যতম উপায় হলো শরীরচর্চা। তবে ঋতুস্রাব চলাকালীন ব্যথা বেড়ে যেতে পারে ভেবে শরীরচর্চা করতে চান না অনেকেই। সারা বছর শরীরচর্চার অভ্যাস থাকলে এ সময় যন্ত্রণা অনেক কম থাকে।ডেইলি-বাংলাদেশ ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাঁচ ঘরোয়া টোটকায় কমবে ঋতুস্রাবের ব্যথা

প্রকাশিত সময় : ১২:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
ঋতুস্রাবের সময়ে নারীদের শরীর স্বাভাবিক ভাবেই কিছুটা দুর্বল হয়ে পড়ে। কারো ক্ষেত্রে আবার স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাত হয়। তবে এই সময়ে সব চেয়ে বেশি যে সমস্যাটি ভোগায় তা হলো পেটের যন্ত্রণা। তলপেট থেকে তৈরি হওয়া ব্যথা ক্রমশ ছড়িয়ে পড়ে কোমর, হাঁটু ও পা পর্যন্ত।

ব্যথা কমাতে গরম জলে সেঁক দেওয়া, গরম জল খাওয়া, স্থির হয়ে শুয়ে বিশ্রাম নেয়ার মতো আরো অনেক কিছু করতে হয়। ব্যথা কমাতে অনেকেই ওষুধ খাওয়ার কথাও ভাবেন। তবে খুব প্রয়োজন না পড়লে ব্যথার ওষুধ না খাওয়ার কথাই বলে থাকেন চিকিৎসকরা।তাহলে কীভাবে কমাবেন ঋতুস্রাবকালীন ব্যথা? তার জন্য ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপকরণের উপর। সেগুলো কি চলুন জেনে নেয়া যাক-

>> অনেকের বাড়িতেই মশলা হিসেবে মজুত থাকে মৌরি। ঋতুস্রাবের ব্যথার কমাতে কাজে আসতে পারে মৌরি দেওয়া ভেষজ চা।

>> মাসের এই কয়েকটি দিন যন্ত্রণা থেকে মুক্তি থেকে রান্নায় ব্যবহার করতে পারেন তিল। সুফল পাবেন। এছাড়াও চটজলদি ব্যথা কমাতে তিলের তেল গরম করে মাখতে পারেন পেটে। কমতে পারে ব্যথা।

>> ঋতুস্রাবের সময় চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন। মিষ্টি খেলে বেড়ে যাতে পারে ব্যথা।

>> রান্নায় ফোড়ণ হিসেবে ব্যবহার করতে পারেন জিরা আর মৌরির পরিমাণ খানিক বাড়াতে পারেন এই সময়ে।

>> ঋতুস্রাবের ব্যথা কমানোর অন্যতম উপায় হলো শরীরচর্চা। তবে ঋতুস্রাব চলাকালীন ব্যথা বেড়ে যেতে পারে ভেবে শরীরচর্চা করতে চান না অনেকেই। সারা বছর শরীরচর্চার অভ্যাস থাকলে এ সময় যন্ত্রণা অনেক কম থাকে।ডেইলি-বাংলাদেশ ডটকম