বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফোনে হেডফোন জ্যাক চান কি না

ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার প্রশ্নে এখনো দুই ধরনের উত্তর পাওয়া যায়
ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার প্রশ্নে এখনো দুই ধরনের উত্তর পাওয়া যায়আনস্প্ল্যাশ

পাঁচ বছর আগে আইফোন ৭ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল অ্যাপল। দিন–তারিখ ঠিক করে বললে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর। হেডফোন জ্যাক ছাড়া সে-ই প্রথম আইফোন। আপনাদের হয়তো মনে আছে, ঘটনাটি সে সময় বেশ আলোচনার (বেশির ভাগই অবশ্য সমালোচনা) খোরাকে পরিণত হয়েছিল ।

গত পাঁচ বছর হেডফোন জ্যাক ছাড়াই আইফোন বাজারে ছেড়েছে অ্যাপল। তাতে তাদের বাজারে ধস নেমেছে কিংবা সে ধসের পেছনে মূল কারণ হেডফোন জ্যাকের অনুপস্থিতি, তেমনটা কিন্তু শোনা যায়নি। বরং অ্যাপলের সেই উদ্যোগে যেসব প্রতিষ্ঠান মজা করেছিল, তারাও পরে হেডফোন জ্যাক ছাড়াই স্মার্টফোন বাজারে এনেছে ।

আইফোন ৭ থেকে অ্যাপলের স্মার্টফোনে এমনটা আর দেখা যায়নি ।
আইফোন ৭ থেকে অ্যাপলের স্মার্টফোনে এমনটা আর দেখা যায়নিআনস্প্ল্যাশ ।

হেডফোন জ্যাক বাদ দেওয়ার পেছনে যুক্তি

 

আইফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার পর আমাদের টনক নড়েছে ঠিক। তবে অ্যাপল কিন্তু প্রথম নয়। পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে ২০১২ সালে অপো প্রথম হেডফোন জ্যাক ছাড়া স্মার্টফোন বাজারে ছাড়ে। অপো ফাইন্ডার স্মার্টফোনটিকে সে সময় বিশ্বের সবচেয়ে পাতলা (৬.৬৫ মিলিমিটার পুরু) স্মার্টফোন হিসেবে বাজারজাত করা হয়। হেডফোন জ্যাক ছাড়া ২০১৪ সালে অপো আর৫ স্মার্টফোন বাজারে ছাড়া হয়, সেটিকেও সে সময় বিশ্বের সবচেয়ে পাতলা (৪.৮৫ মিলিমিটার পুরু) স্মার্টফোন হিসেবে ঘোষণা দেওয়া হয় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফোনে হেডফোন জ্যাক চান কি না

প্রকাশিত সময় : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার প্রশ্নে এখনো দুই ধরনের উত্তর পাওয়া যায়
ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার প্রশ্নে এখনো দুই ধরনের উত্তর পাওয়া যায়আনস্প্ল্যাশ

পাঁচ বছর আগে আইফোন ৭ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল অ্যাপল। দিন–তারিখ ঠিক করে বললে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর। হেডফোন জ্যাক ছাড়া সে-ই প্রথম আইফোন। আপনাদের হয়তো মনে আছে, ঘটনাটি সে সময় বেশ আলোচনার (বেশির ভাগই অবশ্য সমালোচনা) খোরাকে পরিণত হয়েছিল ।

গত পাঁচ বছর হেডফোন জ্যাক ছাড়াই আইফোন বাজারে ছেড়েছে অ্যাপল। তাতে তাদের বাজারে ধস নেমেছে কিংবা সে ধসের পেছনে মূল কারণ হেডফোন জ্যাকের অনুপস্থিতি, তেমনটা কিন্তু শোনা যায়নি। বরং অ্যাপলের সেই উদ্যোগে যেসব প্রতিষ্ঠান মজা করেছিল, তারাও পরে হেডফোন জ্যাক ছাড়াই স্মার্টফোন বাজারে এনেছে ।

আইফোন ৭ থেকে অ্যাপলের স্মার্টফোনে এমনটা আর দেখা যায়নি ।
আইফোন ৭ থেকে অ্যাপলের স্মার্টফোনে এমনটা আর দেখা যায়নিআনস্প্ল্যাশ ।

হেডফোন জ্যাক বাদ দেওয়ার পেছনে যুক্তি

 

আইফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার পর আমাদের টনক নড়েছে ঠিক। তবে অ্যাপল কিন্তু প্রথম নয়। পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে ২০১২ সালে অপো প্রথম হেডফোন জ্যাক ছাড়া স্মার্টফোন বাজারে ছাড়ে। অপো ফাইন্ডার স্মার্টফোনটিকে সে সময় বিশ্বের সবচেয়ে পাতলা (৬.৬৫ মিলিমিটার পুরু) স্মার্টফোন হিসেবে বাজারজাত করা হয়। হেডফোন জ্যাক ছাড়া ২০১৪ সালে অপো আর৫ স্মার্টফোন বাজারে ছাড়া হয়, সেটিকেও সে সময় বিশ্বের সবচেয়ে পাতলা (৪.৮৫ মিলিমিটার পুরু) স্মার্টফোন হিসেবে ঘোষণা দেওয়া হয় ।