1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১১ পঠিত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ আগেভাগেই শীত আসে। এবার ধীরে ধীরে শীত নামছে। ক্রমাগত কমছে এ অঞ্চলের তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে এ জনপদে। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্য দিকে গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD