শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উরফি এবার বুকের ওপর ঝুলিয়ে দিলেন স্ক্রু!

উর্ফি জাভেদ মানেই নিত্য নতুন জামা কাপড়ের চমক, এ কথা সকলেই জানেন। উদ্ভট উদ্ভট পোশাকে সেজে সোশ্যালে ভাইরাল৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফেলছেন তার ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা৷ সেই থেকে বাড়ছে তার আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷ এবার যেন সব কিছু পেরিয়ে গেলেন তিনি৷

বুকের উপর ঝুলিয়ে দিলেন স্ক্রু! স্তনের যুগল ঢাকতে যে কাপড় ব্যবহার করলেন, তার উপর অসংখ্য স্ক্রু আটকানো৷ নিচে পরলেন স্কার্ট৷ ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি নিজের পোশাকের বিস্তারিত বিবরণ দিলেন৷ আর মুহূর্তে সেই ছবি-ভিডিও ভাইরাল হল৷ যদিও ট্রলও হলেন তিনি৷ অনেকে লিখলেন, “মাথার স্ক্রু ঠিক করুন আপনি!”

সোমবার উর্ফি পৌঁছে গিয়েছিলেন বিগ বস ওটিটি ২-র ঘরে৷ সেখানকার প্রতিযোগিদের উৎসাহ দিতেই উর্ফির আগমন৷ উর্ফি নিজেও একসময় বিগ বসের প্রতিযোগী ছিলেন৷ সেখান থেকে তার যাত্রা শুরু হয়৷ বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছিলেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

উরফি এবার বুকের ওপর ঝুলিয়ে দিলেন স্ক্রু!

প্রকাশিত সময় : ১০:০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

উর্ফি জাভেদ মানেই নিত্য নতুন জামা কাপড়ের চমক, এ কথা সকলেই জানেন। উদ্ভট উদ্ভট পোশাকে সেজে সোশ্যালে ভাইরাল৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফেলছেন তার ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা৷ সেই থেকে বাড়ছে তার আয়৷ এভাবেই দিনের পর দিন নিজের পোশাকের মাধ্যমে সকলকে মজিয়ে রাখছেন উর্ফি৷ এবার যেন সব কিছু পেরিয়ে গেলেন তিনি৷

বুকের উপর ঝুলিয়ে দিলেন স্ক্রু! স্তনের যুগল ঢাকতে যে কাপড় ব্যবহার করলেন, তার উপর অসংখ্য স্ক্রু আটকানো৷ নিচে পরলেন স্কার্ট৷ ফটোগ্রাফারদের সামনে দাঁড়িয়ে তিনি নিজের পোশাকের বিস্তারিত বিবরণ দিলেন৷ আর মুহূর্তে সেই ছবি-ভিডিও ভাইরাল হল৷ যদিও ট্রলও হলেন তিনি৷ অনেকে লিখলেন, “মাথার স্ক্রু ঠিক করুন আপনি!”

সোমবার উর্ফি পৌঁছে গিয়েছিলেন বিগ বস ওটিটি ২-র ঘরে৷ সেখানকার প্রতিযোগিদের উৎসাহ দিতেই উর্ফির আগমন৷ উর্ফি নিজেও একসময় বিগ বসের প্রতিযোগী ছিলেন৷ সেখান থেকে তার যাত্রা শুরু হয়৷ বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছিলেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷