1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় সিত্রাং: সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১০১ পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার তছনছ হয়ে গেছে উপদ্রুত এলাকার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে মোট ৪ হাজার ৫৬৩টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮৪টি টাওয়ার সচল করতে সক্ষম হয় অপারেটররা।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। অচল টাওয়ারে মধ্যে গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩টি, রবির ১ হাজার ৩৬৩টি, বাংলালিংকের ১ হাজার ৭৫টি এবং রাষ্ট্রায়ত্ব টেলিটকের ৪৩৮টি রয়েছে।

অচল টাওয়ারের মধ্যে গ্রামীণ ফোনের ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক দুটি এবং টেলিটক ৬৮টি সাইট সোমবার সন্ধ্যায় চালু করা হয়।

এদিকে সম্পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। সিত্রাং অতিদ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করেছে। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD