মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিশ্ব বই দিবস

আজ বিশ্ব বই দিবস বা ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস’। প্রতি বছর ২৩ এপিল দিবসটি উদযাপন করা হয়। এই দিবসের উদ্দেশ্য বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো)’র উদ্যোগে দিবসটি পালিত হয়। ১৯৯৫ সালে প্যারিসে ইউনেসকোর সাধারণ অধিবেশনে দিনটিকে বই দিবস হিসেবে উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। বিশ্বের পাঠকেরা দিনটি উদ্‌যাপনে নানা কর্মসূচি পালন করেন।

জানা যায়, সাহিত্যজগতের তিন কিংবদন্তী উইলিয়াম শেকস্‌পিয়ার, মিগেল দে থের্ভান্তেস ও ইনকা গার্সিলাসো দে ভেগার প্রয়াণ দিবস ২৩ এপ্রিল।

আরো অন্তত পাঁচ-দশ বছর তোমরা আমাদের নেতা থাক: আসিফ নজরুল

সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন এর একটি জরিপের তথ্য, ১০২ টি দেশের পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি বই পড়েন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। বছরে গড়ে ১৭টি বই পড়েন তারা। বই পড়ে শেষ করার ক্ষেত্রে তাদের পরেই ভারতীয়রা। বছরে গড়ে ১৬টি বই পড়েন ভারতের নাগরিকেরা। আমেরিকানরা বছরে বইয়ের পেছনে ব্যয় করেন ৩৫৭ ঘণ্টা, ভারতীয়রা ৩৫২ ঘণ্টা।

বিশ্বের ১০২টি দেশে নাগরিকদের ওপর এই জরিপ পরিচালনা করেছে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

আজ বিশ্ব বই দিবস

প্রকাশিত সময় : ১১:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আজ বিশ্ব বই দিবস বা ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস’। প্রতি বছর ২৩ এপিল দিবসটি উদযাপন করা হয়। এই দিবসের উদ্দেশ্য বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো)’র উদ্যোগে দিবসটি পালিত হয়। ১৯৯৫ সালে প্যারিসে ইউনেসকোর সাধারণ অধিবেশনে দিনটিকে বই দিবস হিসেবে উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। বিশ্বের পাঠকেরা দিনটি উদ্‌যাপনে নানা কর্মসূচি পালন করেন।

জানা যায়, সাহিত্যজগতের তিন কিংবদন্তী উইলিয়াম শেকস্‌পিয়ার, মিগেল দে থের্ভান্তেস ও ইনকা গার্সিলাসো দে ভেগার প্রয়াণ দিবস ২৩ এপ্রিল।

আরো অন্তত পাঁচ-দশ বছর তোমরা আমাদের নেতা থাক: আসিফ নজরুল

সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন এর একটি জরিপের তথ্য, ১০২ টি দেশের পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি বই পড়েন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। বছরে গড়ে ১৭টি বই পড়েন তারা। বই পড়ে শেষ করার ক্ষেত্রে তাদের পরেই ভারতীয়রা। বছরে গড়ে ১৬টি বই পড়েন ভারতের নাগরিকেরা। আমেরিকানরা বছরে বইয়ের পেছনে ব্যয় করেন ৩৫৭ ঘণ্টা, ভারতীয়রা ৩৫২ ঘণ্টা।

বিশ্বের ১০২টি দেশে নাগরিকদের ওপর এই জরিপ পরিচালনা করেছে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭ তম।