1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানে যেকোনো সময় বন্ধ হতে পারে মোবাইল-ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৫ পঠিত

চরম বিদ্যুৎ সংকটের মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইটিবি) হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো সময় দেশটির মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এ সিদ্ধান্তের ফলে পাকিস্তানের জনসাধারণ বিপাকে পড়েছেন।

এক টুইটে এনআইটিবি জানিয়েছে, দীর্ঘ সময় দেশে (পাকিস্তানে) বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে টেলিকম অপারেটরগুলো। খবর আনন্দবাজার পত্রিকার।

এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগে জানিয়েছেন যে, চলতি মাসে দেশটিতে লোডশেডিং বাড়বে। কারণ পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় তরল গ্যাস (এলএনজি) পাচ্ছে না।

তবে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, কাতার থেকে আগামী ৫-১০ বছরের জন্য এলএনজি কেনার চুক্তির চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD